বাংলা চলচ্চিত্র জগতের এবং নাট্যজগতের এক জনপ্রিয় নাম সোহিনী সেনগুপ্ত। নান্দীকার থিয়েটার গ্রুপের অন্যতম প্রধান মুখ তিনি। এবার তিনি ছোটপর্দার নায়িকা। খুব শীঘ্রই আসছে তার নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’।
সিরিয়াল শুরু হওয়ার আগে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে ভাগ করে নিলেন কিছু কথা। ক্যারিয়ার জীবন এবং সাংসারিক জীবনে একজন আদর্শ নারী হলেও সোহিনীর কিছু বাজে অভ্যাসের কথা জানালেন।
অভিনেত্রী জানান, ‘আমি মানুষদের ছেড়ে দিতে পারি না। এটা আমার খুব খারাপ স্বভাব, আমাকে যে যতই কষ্ট দিক! আমি ওই অতীত বা কাউকেই ছেঁড়ে দিতে পারি না। এই যেমন খুব সহজ একটা বিষয়, এখন তো ব্লিনকিটে জিনিসপত্র অর্ডার করলে অনেক সুবিধা হয়, খুব দ্রুত এবং বাইরে না বেরিয়ে পাওয়া হাতে পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় যে ‘আহারে ব্রজোটার (বাড়ির কাছের মুদীর দোকানদার) বিক্রি হল না। তখন অনলাইন অর্ডার না করে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার তাঁর দোকানে যায়।’

