
ললিপপ মুখে দিয়ে পর্দায় এন্ট্রি। যদিও এই কাণ্ড কোনও শিশুর নয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের হাত ধরেই ‘সন্তু’ চরিত্রটি রাতারাতি মন ছুঁয়েছে দর্শকের। বিগত ১৫ বছর আগে অভিনেতা হওয়ার স্বপ্ন চোখে নিয়ে কলকাতায় উঠে আসে বহরমপুরের ছেলে তন্ময় মজুমদার। খিদে ছিল নবীন শিল্পী হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিকে চেনা। কিন্তু অভিনয় জগতে কেরিয়ার গড়তে এসে নানা বিপত্তির মুখেও পড়তে হয় তাকে।
সম্প্রতি ফেসবুক পোস্টে কেরিয়ারের ওঠা পড়া নিয়ে নিজের মনের কথা শেয়ার করলেন পর্দার সন্তু। তন্ময় লেখেন, “অপর্ণা একদিন বলেছিল—আনন্দেও বিষাদ হয়। আজ অপর্ণার সেই প্রিয় বন্ধু আপনাদের সবার সঙ্গে নিজের জীবনের কিছু বিষাদ-বিবরণী ভাগ করে নিতে এসেছে। আমি তন্ময়। অনেকেই আমাকে তন্ময়ের চেয়ে “সন্তু” নামেই বেশি চেনেন।কিন্তু তন্ময় থেকে সন্তু হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না—না ছিল সোজা, না ছিল মসৃণ।
আমি খুব সাধারণ ঘরের ছেলে, কিন্তু চোখভরা ছিল হাজারটা স্বপ্ন।সেই স্বপ্নগুলোকে সঙ্গী করেই এই শহরে পা রেখেছিলাম। এখানে এসে নিজের সঙ্গে লড়াইটাই যেন আরও কঠিন হয়ে উঠেছিল।তবু বাবা-মায়ের ভরসা রাখার তাগিদে,ভেতরে ভেঙে পড়লেও বাইরে কোনোদিন কাউকে বুঝতে দিইনি। এই সময়টাই চিনিয়ে দিয়েছে—
কে সত্যিই আপন, আর কে নয়। অনেক বাধা, অনেক অবমাননা, অনেক না-পাওয়ার যন্ত্রণা—
বেশ কিছু বছর লড়াই করার পর আমার জীবনে আসে এই “সন্তু” চরিত্রটা।চরিত্রটা পাওয়ার পরও আমি দ্বিধায় ছিলাম।কারণ এমন একটা চরিত্র,যা আমার নিজের জীবন থেকে সম্পূর্ণ আলাদা।কিন্তু এটাও তো সত্যি—চ্যালেঞ্জিং চরিত্রে কাজ না করলে কাজ করার সেই আসল আনন্দটাই বা কোথায়?ধীরে ধীরে তন্ময় হয়ে উঠল আপনাদের প্রাণের সন্তু।
আজ সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।আপনারা সন্তুকে যেভাবে ভালোবেসেছেন, যেভাবে এখনও ভালোবাসছেন—নিজের ঘরের ছেলে করে নিয়েছেন,তা আমার কাছে আশীর্বাদের সমান। আজ বাবা-মায়ের পর যদি কেউ আমার জন্য শুভকামনা করে থাকেন,তাহলে তারা আপনারাই—আমার দর্শক, আমার ভগবান। আর আছে কিছু বন্ধু যারা কঠিন পরিস্থিতিতেও আমাকে তাঁরা সাহস যুগিয়েছে।
আপনাদের ভালোবাসা যেন চিরকাল এভাবেই আমার সঙ্গে থাকে।আপনাদের আশীর্বাদের হাত যেন সারাজীবন আমার মাথার ওপর থাকে—এই প্রার্থনাই করি। আর আমি চাই,জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের এভাবেই মনোরঞ্জন করে যেতে পারি। “তাই একটাই কথা বলব—নিজের লক্ষ্যে যদি মন আর বিশ্বাস দুটোই স্থির থাকে,
তাহলে কোনো পথই অসম্ভব নয়।
লড়াই যত কঠিনই হোক, থেমে না থাকলে একদিন সাফল্য ধরা দেয়। আর মন থেকে চাওয়া স্বপ্ন কখনও হারিয়ে যায় না— সময় নেয় মাত্র, একদিন ঠিক নিজের পথ খুঁজে নেয়।”
