একটি ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয় টিআরপির ওপর। অনেক সময় কম টিআরপি জন্য শেষ করে দেওয়া হয় ধারাবাহিক। অনেক সময় দেখা যায় গল্পের কনসেপ্ট ভালো থাকলেও সিরিয়ালের টিআরপি অতিরিক্ত কম। যার মধ্যে অন্যতম হলো জি বাংলার ‘লালকুঠি’, স্টার জলসার ‘গোধূলী আলাপ’ এবং ‘বৌমা একঘর’। এই তিনটি সিরিয়াল একেবারে ভিন্ন স্বাদের। যার মধ্যেই নেই কোনও পরকীয়া বা কুটকাচালি।
অন্যদিকে পরকীয়া বা কুটকাচালি ট্র্যাক নিয়েই রমরমিয়ে চলছে একাধিক বাংলা ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় দর্শকের একাংশ ধারাবাহিকের পরকীয়া বা কুটকাচালি নিয়ে প্রতিবাদ করলেও টিভির পর্দায় বসে সেই ধারাবাহিকের গল্পেই মত্ত তারা। আর এর জন্যই এসমস্ত ধারাবাহিকের কনসেপ্ট বাজে হলেও টিআরপি থাকায় বছরের পর বছর টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে। অপরদিকে, অল্পদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ভালো ধারাবাহিকগুলি।
অসমবয়সী মিষ্টি দাম্পত্যের গল্প খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলছে ‘গোধূলী আলাপ’। কৌশিক সেন, সোহাগ সেনের মতো তারকা থাকলেও টিআরপির তালিকায় জায়গা পাচ্ছে না এই ধারাবাহিক। নবাগতা নায়িকা সোমু সরকারের অভিনয় সোশ্যাল মিডিয়ায় দর্শক প্রশংসা জানালেও টিভির পর্দায় কি আদেও সেই সব দর্শক দেখছেন ‘গোধূলি আলাপ’?
ছকভাঙার গল্প বলছে স্টার জলসার আরও একটি ধারাবাহিক ‘বৌমা একঘর’। কুটকাচালি-পরকীয়া কনসেপ্ট বাদ দিয়ে বাড়ির বউদের বাইরের চাকরি করে নিজের পায়ের দাঁড়ানোর গল্প দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। ভালো কাস্টিং থাকা সত্ত্বেও TRP? এক থেকে দশের মধ্যেও জায়গা পাচ্ছে না।
রাহুল-রুকমার জুটিতে রহস্য-রোমাঞ্চকর অন্য স্বাদের গল্প ‘লালকুঠি’ সাফল্যের পাওয়ার কথা, সেখানে এই ধারাবাহিকও মার খাচ্ছে টিভির পর্দায়। অর্থাৎ দেখা যাচ্ছে একমাত্র সাংসারিক কুটকাচালি-পরকীয়া মতোই গল্প দর্শক আপন করে নিচ্ছে। এই ছকের বাইরে গেলেই টিআরপি তালিকাতে নিজেকে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে।
ভুল তথ্য। আসল কথা ভুল সময়ে সিরিয়াল allotment। অধিকাংশ family ঐ সময় রান্না অথবা সন ফ্যামিলি র পুঁচকে দের পড়া শোনা r কাজে ব্যস্ত থাকে।
আমার তো লালকুঠি দেখতে বেশ ভালো লাগে। এবং আমি রোজ দেখি।
কনসেপ্ট ভালো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দুর্দান্ত অভিনয়, সকলেই দক্ষ অভিনেতা অভিনেত্রী। নির্ভেজাল একটি ধারাবাহিক গোধূলি আলাপ। তবে এতো কিছুর মাঝেও টিআরপি ডিপেন্ড করে সময়ের উপর। বলতে বাধ্য হচ্ছি ৬টা কোন ধারাবাহিক দেখার উপযুক্ত সময় নয়।এ সময় ৭০%মানুষ অবস্থান করেন রাস্তায়। আমি নিজে একজন গোধূলি আলাপ ধারাবাহিক এর ভক্ত। কাজের চাপে বেশিরভাগ দিনই আমাকে অনলাইনে দেখতে হয়। দেখুন সকলের তো আর সেই সামর্থ্য নেই যে অনলাইনে দেখবে।এমন অনেক দেশ আছে যেখানে হটস্টার কাজ করে না। ফলে তারা টেলিভিশন চ্যানেলেই দেখবে। এখন তাদের সময়ের সাথে সামঞ্জস্য রেখে যেটা সামনে থাকবে মন না চাইলেও সেটা দেখতে বাধ্য বিনোদন এর জন্য ফলে কমেন্ট টাও সেটার উপরেই করবে। কথা গুলো খারাপ লাগলে মার্জনা করবেন 🙏🏼🙏🏼