বিচ্ছেদের পর যিশুর নামে শেষ চিহ্ন মুছে ফেললেন নীলাঞ্জনা

নীলাঞ্জনা

অভিনেতা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মা’র বিবাহ বিচ্ছেদের কথা প্রায় সকলের জানা। যদিও এখনো অফিশিয়ালি ডিভোর্স হয়নি। নীলাঞ্জনা তার দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। মেয়েরাই তার সাপোর্ট সিস্টেম।

তবে এবার নিজের জীবন থেকে যিশুর আরও একটি স্মৃতি মুছে ফেললেন অভিনেত্রী প্রযোজক। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নীলাঞ্জনা।

সম্প্রতি নীলাঞ্জনা শর্মা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে নীলাঞ্জনার ঘাড়ে যিশুর নামে যে ট্যাটু ছিল সেটি মুছে ফেলেছেন তিনি এবং তার পরিবর্তে শিবের ছবি আঁকলেন যিশু পত্নী।সেই ছবি শেয়ার করে লাভ ইমোজি জুড়ে দেন। তার শুভাকাঙ্ক্ষীরা বাহবা জানান তাকে।

 

View this post on Instagram

 

A post shared by Nilanjana Sharma (@ninichinismamma)