‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ থেকে শুরু করে ‘জীবনে কি পাব না’! কিংবদন্তী সঙ্গীতশিল্পী ‘মান্না দে’ বাঙালিকে উপহার দিয়েছেন এমন অনেক গান যা কোনওদিন পুরনো হওয়ার নয়।
‘তিন ভুবনের পারে’ সিনেমায় মান্না দে যখন গেয়েছিলেন ‘জীবনে কি পাবো না’ গানটি, তখন শুধুমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায় নয় সেই গানের তালে তালে নেচেছিলেন একটা গোটা প্রজন্ম। এবার সেই গানের নতুন সংস্করণ করে গানের জগতে নজির গড়লেন গায়িকা নিকিতা গান্ধী।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘মন মানে না’ ছবিতে মান্না দে’র গাওয়া ‘জীবনে কি পাবো না’ গানের নতুন সংস্করণ করেন নিকিতা গান্ধী এবং শুভদীপ পান।
শুক্রবার গানটি মুক্তি পাওয়ার পরেই নাকি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। গানের তালে তালে আবার নেচে ওঠেন বাঙালি। নস্টালজিক হয়ে পড়েন সকলে। কিন্তু যার গান এখনও গাইতে ভয় পান স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা, সেই মান্না দে – এর গান পুনরায় তৈরি করতে কি এতটুকু ভয় করেনি নিকিতার?
আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নিকিতা বলেন, ‘আমি ছোটবেলায় ওঁনার গান শুনে বড় হয়েছি। ওঁনার গানের কথা থেকে সুর সবকিছুই অসামান্য। মান্না দে’র গানকে নতুনভাবে রূপ দেওয়া আমার কাছে ভাগ্যের ব্যাপার। তবে গানটি গাইতে ভয় করেনি কারণ এই গানে ওঁনার গাওয়া কিছু অংশ রয়েছে। গানটির বিকৃতি ঘটেনি তাই ভয়ের কোনও কারণ নেই।’
পুরনো দিনের গান আবার নতুন করে সিনেমা অথবা সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে তা দেখে ভীষণ খুশি নিকিতা। পুরনো গানকে বিকৃত না করে নতুনভাবে যদি তুলে ধরা যায় তাহলে তা মানুষের পছন্দ হবে এমন্টাই মনে করেন গায়িকা। তবে এই গানটি যে প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে তা জানিয়েছেন পরিচালক রাহুল।


