বিগত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিক। এই ধারাবাহিকের মূল ইউএসপি মিত্র বাড়ির মেয়েদের জীবন লড়াইয়ের গল্প। তবে সাম্প্রতিক ধারাবাহিকের চিত্রনাট্য খুব সুন্দর মোড় নিতে চলেছে।
গতকাল এপিসোডে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে রবীন্দ্রজয়ন্তী পালন হয়েছে। এই ধরণের মনোমুগ্ধকর দৃশ্য বাংলা ধারাবাহিকের এই প্রথম। বাড়ির মহিলা এবং পুরুষদের ড্রেস কোট ছিল চোখে পড়ার মতো। বাঙালিয়ানা পুরোপুরি বজায় রেখে পালন হয়েছে রবীন্দ্রজয়ন্তী উৎসব।
মৌ জেনে গিয়েছে তার শাশুড়ির সব চাল। কিন্তু পাল্টা প্রতিশোধ নয়, বরং মৌ বীথির মন জয় করার চেষ্টা করছে এবং তার শাশুড়ির এত বছরের না পাওয়ার আক্ষেপের ক্ষতগুলো পূরণ করার চেষ্টা করছে। মৌয়ের জন্যই কাল এতবছর পর ছেলে এবং বউয়ের সাথে জ্ঞান ধরলেন বীথি। অজান্তেই মৌয়ের উপর একটা টান চলে আসে বীথির। সকলের আড়ালেই মৌয়ের মাথায় হাত রাখেন।
অন্যদিকে ধীরে ধীরে মৌ-এর প্রতি দুর্বল হচ্ছে ডোডো। এই প্রথম মৌয়ের সৌন্দর্যের প্রশংসা জানায় সে। এমনকি ধারাবাহিকের প্রিক্যাপে দেখা যায় মৌয়ের সাথে বন্ধুত্ব করার জন্য নিজের হাত বাড়িয়ে দেয় নির্ঝর। এই বন্ধুত্ব কি অবশেষে ভালোবাসায় পরিণত হবে?