বয়েই গেল’, ‘মন নিয়ে কাছাকাছি’, ‘গানের ওপারে’র, নেতাজি-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জিতেছেন বারংবার অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নতুন প্রজেন্মের ছেলেমেয়েদের সঙ্গে তাক লাগিয়ে আজও অভিনয় করে চলেছেন। বাকি আর পাঁচটা অভিনেত্রীদের তুলনায় তিনি অনেকটাই আলাদা। তার মধ্যে নেই সেলিব্রেটির চাকচিক্য। বাকি সেলেবদের মধ্যে ট্রেন্ডে গা ভাসতে তিনি রাজী নয়।।
কিছুদিন আগেই শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। তারপরেই একবার হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে নিজের কাজ নিয়ে অনেক কথা শেয়ার করেন অভিনেত্রী। এদিন এই সাক্ষাৎকারে উঠে আসে নতুন প্রজন্মের কথা।
একটা সময় ছিল যখন চুটিয়ে ধারাবাহিকে কাজ করেছেন বাসবদত্তা। সেই সময়টাই যেন ছিল আলদা, সিনিয়রদের থেকে কাজ শেখা, ভালোবেসে কাজটা করা। বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধা কিন্তু আজ যেন সেই চেহারা আর খুঁজে পাননা অভিনেত্রী। নতুন প্রজন্মদের সঙ্গে কাজ করে তিনি বুঝেছেন ইন্ডাস্ট্রিতে অনেক কিছু বদলে গেছে।
হিন্দুস্তান টাইমস বাংলার সাক্ষাৎকারে বাসবদত্তা জানান, “আমাদের সময় কাজের পরিবেশটা খুব ভালো ছিল, খুব আন্তরিক ছিল। বসে কথা বলা, গল্প করা, কাজের ফাঁকে আড্ডা মারা সব হত। এখন সবাই মোবাইলে ব্যস্ত। কেউ কারও সঙ্গে কথা বলছে না। আমাদের পরের জেনারেশনের মধ্যে কাজের প্রতি ভালোবাসাটার থেকে কটা শো করলাম, কটা ফিতে কাটলাম, কটা গাড়ি কিনে নিলাম, কটা পার্টি করলাম এটাই আসল ব্যাপার।”
অভিনেত্রী আরও বলেন, “সিনিয়রদের সামনেই তাঁরা সিগারেট খাচ্ছেন। কোনও সংযম নেই, বড়দের প্রতি শ্রদ্ধা নেই। আমরা এটা করব কখনও ভাবতেই পারি না। আমরা শ্যুটিংয়ে গিয়ে স্ক্রিপ্ট পড়তাম। এঁরা এসে আগে ট্রেন্ডিং গান খোঁজে, রিল করার জন্য। কাউকে কিছু জিজ্ঞাসা করে না, তাঁদের ভাবটাই এমন, যে ‘আমি সব জানি’। পরিচালকদের কথাও শোনেন না এঁরা। তবে হ্যাঁ সকলে যে এরকম সেটা বলছি না।”