বড় চমক! ফুলকি ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন নতুন ভিলেন

ফুলকি

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল ‘ফুলকি’। যার নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানি মণ্ডল এবং অভিনেতা অভিষেক বসু। প্রথম থেকেই বাংলার টপার এই ধারাবাহিক। যদিও বর্তমানে দ্বিতীয়-তৃতীয় স্থানে জায়গা দখল করে থাকে।

কিছুদিন আগে এই ধারাবাহিকের একটি প্রোমো সামনে আসতে চলেছে। এবার ফুলকি’র মায়ের ট্র্যাকে ঢুকতে চলেছে গল্প। আর তার মধ্যেই আর এক বড় আপডেট মিলছে।

এবার নতুন খলনায়কের এন্ট্রি হতে চলেছে ফুলকি ধারাবাহিকে। আর এই চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নেবেন অভিনেতা অরুণাভ দে। যিনি এর আগে একাধিক ধারাবাহিকে ভিলেন চরিত্রে কাজ করেছেন। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে