জি-বাংলা রান্নাঘরে এবার থাকছে নতুন চমক। এতদিন রান্নাঘরের সঞ্চালনার দায়িত্বে দেখা যাচ্ছিল কনীনিকা বন্দ্যোপাধ্যায় কে। প্রতি পর্বেই বিশেষ অতিথি এসে ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করত এই শোয়ে। তবে এবার আর কোন মানুষ নয়, রান্নাঘরে রান্না করবে এক রোবট।
সম্প্রতি জি-বাংলার তরফে রান্নাঘরের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি সাথে গয়না, টিপ, লিপস্টিক পরে একেবারে পরিপাটি হয়ে হাতে একটি ট্রেতে বেশ কিছু বাটি নিয়ে রান্নাঘরে উপস্থিত রোবট।
তাকে দেখেই কনীনিকা বলে ওঠেন, ‘এমা এ কি কাণ্ড! এ তো একটা রোবট। তুই কি রান্না করবি নাকি?’ উত্তরে রোবট তার নিজের পরিচয় জানান। রোবট বলে, ‘আমার নাম উমা।’
তবে কি দর্শকের সাথে দুর্দান্ত সব রেসিপি শেয়ার করতে চলেছে এই রোবট? রান্নাঘরের এই বিশেষ পর্বটি আজ ২৩ এপ্রিল সম্প্রচারিত হবে। সেখানেই জানা যাবে রান্নাঘরে রোবট রহস্যের কথা।
View this post on Instagram