কথা ধারাবাহিকে নতুন চমক! পর্দায় আর দেখা যাবে না কথা ও এভিকে?

কথা ধারাবাহিক

বছর শুরুতেই ‘কথা’ ধারাবাহিকের অনুরাগীদের জন্য রইল নতুন চমক। বদলে যাচ্ছে কথা ধারাবাহিকের নায়ক-নায়িকা। কথা আর এভি কে একসঙ্গে দেখা যাবে না পর্দায়। আচমকাই কেন এমন সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। তাদের জায়গায় কারা এন্ট্রি নেবে ধারাবাহিকে?

এত ভয় পাবার কিছু নেই, স্টার জলসার পর্দা বাদেও কথা ও এভি কে দেখা যাবে স্টার প্লাস চ্যানেলে। কথা ধারাবাহিকের জনপ্রিয়তার জন্যই এবার হিন্দিতে রিমেক হতে চলেছে এই ধারাবাহিকের। কথা ধারাবাহিকের হিন্দি রিমেকের নাম ‘কভি নিম নিম, কভি শহেদ শহেদ’।

গল্পে এভির বদলে থাকবেন ইউভি। আর ইউভি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আব্রার কাজি। তবে কথা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকা থেকে পিছিয়ে পড়লেও কথা ও এভি জুটির জনপ্রিয়তা বিপুল। এমনকি সেরা জুটি হিসাবে সন্মানিতও হয়েছে কথা ও এভি জুটি। তবে এবার বাংলা ছেড়ে হিন্দি পর্দায় কথা ও এভি জুটি, দর্শকের কতটা মন জয় করতে পারে তারই অপেক্ষা।