জি-বাংলায় জনপ্রিয় মেগা ধারাবাহিকের মধ্যে একটি হল ‘পুবের ময়না’। এই ধারাবাহিকের শুটিং বন্ধ হওয়ার পরও আবার চালু হয়। ধারাবাহিকের ময়না আর রোদ্দুরের খুনসুটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছে।
তবে এবার ময়না আর রোদ্দুরের মধ্যে আসতে চলেছে তৃতীয় ব্যক্তি। ময়নার জীবনে এই নতুন হিরোর জন্য কি দূরত্ব আসবে ময়না আর রোদ্দুরের সম্পর্কে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।
সদ্য ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ পেয়েছে চ্যানেলের অফিশিয়াল পেজে। প্রোমোতে দেখা যাচ্ছে ময়না কলেজে বসে পড়ার সময় কাশি ওঠে। আর ঠিক সেই সময় জল নিয়ে আসে নতুন নায়ক। ময়নার সাথে অন্য ছেলেকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রোদ্দুর। কোনদিকে এবার মোড় নেবে এই ত্রিকোণ প্রেমের গল্প সেটাই দেখার।