নতুন কনসেপ্ট নিয়ে এলো নতুন ধারাবাহিক ‘ও মন দরদিয়া’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

ও মন দরদিয়া

স্টার জলসার পর্দায় অবশেষে চলে এলো নতুন মেগা ধারাবাহিক অভিনেত্রী রণিতা দাসের নতুন ধারাবাহিক ‘ও মন দরদিয়া’। গতকালই সামনে এলো প্রথম প্রোমো। বেশ অন্য ধরণের গল্প নিয়ে হাজির হল জলসা।

প্রোমোতে দেখা গেল এক মায়ের একার লড়াই বলবে এই মেগা। নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে রয়েছেন রণিতা। বিপরীতে নায়কের  চরিত্রে বিশ্বজিৎ ঘোষ।

প্রোমো অনুযায়ী, গণেশ পুজোর দিন গর্ভবতী রনিতা। এদিকে বাড়িতে হানা দেয় বেশ কয়েকজন লোক। তাদের ভয়ে তার স্বামী বাড়িতে টাকা পয়সা সবকিছু নিয়ে চম্পট। গর্ভবতী স্ত্রীকে ছেরেই পালিয়ে যায় সে। রণিতার স্বামীর চরিত্রে দেখা মিলল অভিনেতা ফাহিম মির্জার।

রনিতার স্বামী একজন অসৎ লোক। স্বামী পালিয়ে যাওয়া অসহায় হয়ে পরে রণিতা। এরপরেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। ব্যথা নিয়েই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে এক বিরাট বড় গাড়ির সামনে এসে পরে।

তখনি এন্ট্রি হয় নায়ক বিশ্বজিতের। দেবদূতের মতো রণিতাকে হাসপাতালে ভর্তি করে সন্তান আর মায়ের প্রাণ বাঁচায়। কিন্তু সেই দেবদূত আড়ালেই সমস্ত কাজটা করেন। রণিতা কি জানতে পারবে সেই দেবদূত কে? ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে। এবার দেখা যায় রনিতা আর বিশ্বজিতের জুটি দর্শক কতটা আপ্ন করে নেন।