সাড়ে চার বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ধারাবাহিকের নাম ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। যেখানে তাকে এক অন্যরকম ভূমিকায় দেখবে দর্শক। এক গৃহবধূর সংসার এবং কর্মজীবনের লড়াই এর চিত্র ফুটে উঠবে। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো দর্শকের মন কেড়েছে।
জি বাংলায় আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬-টার স্লটে আসছে অপরাজিতা আঢ্য অভিনীত নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। কিন্তু এই মুহূর্তে সন্ধ্যে ৬ টার স্লটে জি-বাংলার সম্প্রচারিত হয় ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক। তাহলে কি শেষ হয়ে যাচ্ছে রাণী রাসমণির উত্তম পর্বের জার্নি?
জি-বাংলার নতুন ধারাবাহিক ‘পিলু’ আসার সময় গুঞ্জন উঠেছিল ১৫০০ পর্বে ইতি টানবে ‘রাণী রাসমণি’। কিন্তু সেক্ষেত্রে এটা হয়নি তখন ‘কৃষ্ণকলি’র সফরে ইতি টেনে ‘কৃষ্ণকলি’র জায়গায় ৬ টার স্লটে আনা হয় ‘রাণী রাসমণি’কে।
মাত্র দু-সপ্তাহ আগেই সময় পরিবর্তন হয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। তবে এবার আর সময় পরিবর্তন নয় বরং সমাপ্তি ঘটতে চলেছে রামকৃষ্ণ দেব ও মা সারদার কাহিনি।
সূত্রঃ bangla . hindustantimes . com/entertainment/aparajita-auddy-s-comback-mega-laxmi-kakima-superstar-to-replace-karunamoyee-rani-rashmoni-period-drama-finally-coming-to-an-end-31643343200712.html