জি-বাংলায় পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘দাদামণি’। ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেতা প্রতীক সেন। যিনি এর আগে উড়ান ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিক শেষ হয়েছে কয়েকদিন আগেই। আর তার মধ্যেই অনুরাগীদের সুখবর দিলেন অভিনেতা।
এবার একেবারে অন্য ভূমিকায় দর্শক তাকে দেখতে পারবেন। মুখ্য চরিত্রে থাকবে প্রতীক। ধারাবাহিকে তিনিই মধ্যেমণি। এতদিন নারী কেন্দ্র করে গল্প দেখেছেন দর্শক। এবার পুরুষকে ঘিরেই হবে কাহিনী।
সন্তানস্নেহ চারবোনকে মানুষ করে তোলা এক দাদার জীবনের গল্পে তুলে ধরবে এই মেগা। চার বোনের চরিত্রে থাকছে উজানি দাসগুপ্ত, শুভাংশ্রী দত্ত, সুচন্দ্রা ভট্টাচার্য এবং রাখি বন্ধন সিরিয়াল খ্যাত ছোট রাখি ওরফে কৃত্তিকা চক্রবর্তী।
অভিনেতা প্রতীক সেনের বিপরীতে নায়িকা হিসাবে দেখা মিলবে অনুষ্কা চক্রবর্তী। এক সাক্ষাৎকারে ‘দাদামণি’ সিরিয়ালের প্রসঙ্গে প্রতীক জানিয়েছেন, ‘একেবারে নতুন একটি চরিত্র। এই রুপে দর্শক আগে আমাকে দেখেনি’।