লীনা গাঙ্গুলির ধারাবাহিক মানেই জল্পনা তুঙ্গে। অনেকেই জানেন লীনা গাঙ্গুলির হাত ধরেই পর্দায় আসছে আরও এক বিগ বাজেটের ধারাবাহিক। অসমবয়সি প্রেমকাহিনী ফুটে উঠবে লেখিকার হাত ধরে। এবার সামনে এলো ধারাবাহিকের নাম।
লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিকের নাম চিরসখা। শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নতুন বছরে জানুয়ারিতে আসছে এই মেগা। আগেই জানানো হয়েছিল এই মেগার মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস এবং অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।
একঝাঁক দক্ষ তারকাদের নিয়েই শুরু হচ্ছে এই ধারাবাহিক। সূত্রের খবর নায়ক-নায়িকা ছাড়াও থাকতে চলেছেন অনসূয়া মজুমদার, সাবিত্রী চট্টোপাধ্যায়, লাভলী মৈত্র, রাজন্যা মিত্র, চন্দন সেন, রেশমি সেন, মালবিকা সেনের মতো একাধিক তারকারা।