আসছে নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’, শেষের পথে ‘কড়ি খেলা-সর্বজয়া’?

উড়ন তুবড়ি

নিয়ম অনুযায়ী নতুন ধারাবাহিক এলে জায়গা ছেড়ে দিতে হয় কম TRP-র পুরনো ধারাবাহিককে। স্টার জলসার নতুন ধারাবাহিক আসায় জায়গা ছাড়তে হচ্ছে ‘বরণ’ ধারাবাহিককে। সেই চিত্র ফের দেখা যাচ্ছে জি-বাংলা চ্যানেলে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র প্রথম প্রোমো। এক মা এবং তিন বোনের চপ ভেজে সংসার চালানোর লড়াইয়ের গল্প বলবে ‘উড়ন তুবড়ি’।

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই জি-বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এমনকি জানা যাচ্ছে, রাত ৯.৩০ টার স্লটে আসতে চলেছে ‘উড়ন তুবড়ি’। এই মুহূর্তে রাত ৯.৩০ টার স্লটে দেখানো হচ্ছে ‘কড়ি খেলা’ ধারাবাহিক। তাহলে কি শেষ ‘কড়ি খেলা’? নাকি স্লট পরিবর্তন?

গোপন সূত্রের খবর, টিআরপি কম থাকায়, নির্মাতারা ‘কড়ি খেলা’ ধারাবাহিকটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি পরিস্থিতি সেরকম হলে বন্ধ করে দেওয়া হতে পারে এই ধারাবাহিক। যদিও চ্যানেল কর্তৃপক্ষের নজরে রয়েছে আরও এক ধারাবাহিক সর্বজয়া’। দেবশ্রী রায়ের অভিনীত এই সিরিয়ালের টিআরপি এই মুহূর্তে খুবই কম। তাহলে আগামীদিনে এই দুই ধারাবাহিকের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্মাতারা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here