জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’। এই ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে পর্দায় প্রকাশ পেয়েছে। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘রানী রাসমণি’ ধারাবাহিকের পর ছোটপর্দার এবার প্রেমের গল্প নিয়ে আসছে দিতিপ্রিয়া।
তবে এতদিন শোনা যাচ্ছিল, এই ধারাবাহিকের নায়কের জন্য লুক সেট হয়ে গেছে। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের অভিনেতা রাহুল মজুমদারকে দেখা যাবে। তবে শুটিং শুরু হওয়ার আগেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেতা।
নতুন ধারাবাহিকে রাহুলের জায়গায় দেখা যাবে জিতু কমলকে। বহু বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা। এবার দেখার বিষয় দিতিপ্রিয়া আর জিতু’র জুটি দর্শক কতটা আপন করে নেয়?