পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’, প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

সোহাগে আদরে

টানা ৭ মাস পর আবার পর্দায় ফিরলেন অভিনেত্রী অরুনিমা হালদার। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকে। সান বাংলার নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’র হাত ধরে ফিরছেন অরুনিমা। বিপরীতে জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেতা শুভরঞ্জন মুখোপাধ্যায়। যিনি উত্তীয় চরিত্রে অভিনয় করেছিলেন।

সান বাংলায় প্রকাশ পেয়েছে নতুন ধারাবাহিকে প্রথম প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে একটি জমিদার বাড়িতে দুর্গা পূজা চলেছে। সেই বাড়ির পুজো দায়ভার নিজের হাতে সামলাচ্ছে বাড়ির কর্মচারীর কন্যা সোহাগ।

সবকিছু এক হাতে সামলালেও সোহাগের কাজ একেবারে পছন্দ নয় বাড়ির গিন্নিমার। তবে সোহাগকে কিছু বলতে পারেন না তিনি কারণ বাধ সাধে জমিদার বাড়ির একমাত্র পুত্র সূর্য। যে দিনরাত মদের নেশায় ডুবে থাকে। সূর্য সেই বাড়ির কাউকেই ভালোবাসে না। তবে তাকে ভালবাসতে শেখাবে কর্মচারী সোহাগই। কীভাবে তাদের প্রেম শুরু হবে তা নিয়েই ধারাবাহিকের গল্প। প্রোমো সামনে আসতেই ধারাবাহিকের গল্পের মনে ধরে দর্শকের।