পর্দায় এলো নতুন ধারাবাহিক ‘SIT বেঙ্গল’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

'SIT বেঙ্গল

জি-বাংলার পরিধি বাড়ার পর তাদের নতুন ভাবনা। তাদের আরও দুটি চ্যানেল নিয়ে আসছে দর্শকদের ভরপুর বিনোদন দেওয়ার জন্য। ইতিমধ্যে তাদের নতুন একটি চ্যানেলে নতুন দুটি রিয়্যালিটি শো আর একটি ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে।

এবার আরও একটি নতুন মেগা ধারাবাহিকের প্রোমো দেখানো হল এই চ্যানেলে। ধারাবাহিকের নাম ‘SIT বেঙ্গল’। এই ধারাবাহিক নিয়ে খবরাখবর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। তবে এবার এই ধারাবাহিকের প্রোমো সামনে এলো।

ডিটেকটিভ ধরণের গল্প হতে চলেছে। যার মুখ্য ভূমিকায় রয়েছেন ঋষি কৌশিক এবং রুকমা রায়। এছাড়াও প্রোমোতে আরও এক অভিনেত্রীকে দেখা গেল। তিনি হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। ধারাবাহিকের প্রোমো ক্যাপশনে লেখা, “পৃথিবী যখন ঢেকে যায় অন্ধকারে, ঠিক তখনই জন্ম নেয় কিছু মানুষ। অপরাধীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য আসছে ডিসিপি ইন্দ্রজিৎ বসাক, সঙ্গে তাঁর দুর্ধর্ষ টিম SIT বেঙ্গল। এখন নিশ্চিন্তে বাংলা, কারণ? ডিউটিতে SIT বেঙ্গল।”