জি বাংলাতে আরেক চ্যানেল জি-বাংলা সিনেমা। এবার সেই চ্যানেলে আনা হবে নতুন নতুন ধারাবাহিক। ইতিমধ্যে নতুন একটি ধারাবাহিকের প্রথম প্রোমো চলে এলো। ধারাবাহিকের নাম ‘শ্রীমান ভগবান দাস’।
এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের অসাধারণ গল্প বলবে এই মেগা। পুরনো ছন্দে মজার, দুখে ভরপুর বিনোদন দিতেই জি এর নতুন ভাবনা। এই মেগায় নায়ক হলেন অভিনেতা বিশ্বনাথ বসু। আর নায়িকা হলেন মিমি দত্ত। এই মেগাতে থাকবেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়ও।
ধারাবাহিকের প্রথম প্রোমোতে দেখা গেল নাক ডেকে ঘুমাচ্ছে নায়ক বিশ্বনাথ, এরপরেই তার স্ত্রী অর্থাৎ নায়িকা মিমির এন্ট্রি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই কর্তা-গিন্নি র সম্পর্ক। সকালে স্বামীর হাতে বাজারের ব্যাগ তুলে দিলেন মিমি।
ছেলের আবদারে বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে গিয়ে মাথায় হাত। ইলিশের প্রচুর দান তাই সেই মাছ না এসে চারা মাছ নিয়ে আসেন। এদিকে ইলিশ না পেয়ে মন খারাপ ছেলের। এরপর অফিসে বসের চোখ রাঙানি থেকে শুরু করে স্কুটি খারাপ, নাজেহাল নায়ক। আর তাকে উদ্ধার করতে আসেন স্বয়ং ভগবান মহাদেব। আর এই চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশীষ।
View this post on Instagram