দুঃসংবাদ! ‘পরশুরাম’ ধারাবাহিকের জন্য সরিয়ে দেওয়া হল এই জনপ্রিয় মেগা ধারাবাহিককে, অবাক দর্শক

পরশুরাম

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো আপনারা দেখে ফেলেছেন। তবে সময় ঘোষণা করেনি চ্যানেল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রজিৎ বোস।

ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে। কিন্তু কোন স্লটে আসবে এই ধারাবাহিক? আর এই ধারাবাহিকের জন্য কোনও ধারাবাহিকে কোপ পড়বে। অবশেষে সামনে এলো সেই তথ্য।

আগামী ১০ ই মার্চ থেকে রাত ৮ টায় সম্প্রচার হবে ‘পরশুরাম’। বর্তমানে এই সময়ে জলসার পর্দায় সম্প্রচার হচ্ছে প্রতীক সেনের ‘উড়ান’ ধারাবাহিকটি অর্থাৎ নতুন ধারাবাহিকের জন্য সরিয়ে দেওয়া হচ্ছে ‘উড়ান’কে। আর এই খবরে বেজায় চটেছেন প্রতীক সেনের ভক্তরা।

উড়ান

তবে উড়ান ধারাবাহিককে বন্ধ করে দেওয়া হবে না ধারাবাহিকের সময় পাল্টানো হবে সেই বিষয়ে এখনো চ্যানেল কিছু ঘোষণা করেনি।