জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘কুসুম’, কেমন হবে গল্প?

কুসুম
ছবিঃ এই সময়

ত্রিকোণ প্রেম কাহিনী এবং মা আর ছেলের বন্ধুত্বের গল্প নিয়ে জি-বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের আপডেট আপনাদের আগেই জানিয়েছিলাম। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ‘মিঠিঝোরা’ ধারাবাহিক খ্যাত সপ্তর্ষি রায়। বিপরীতে তনিষ্কা তিওয়ারি। মায়ের চরিত্রে থাকবেন অঞ্জনা বসু এবং আরও এক প্রধান নায়কের চরিত্রে দেখা মিলবে আর্য দাসগুপ্তকে।

এই সময়ের দেওয়া সূত্র থেকে জানা যাচ্ছে, জি-বাংলার এই নতুন ধারাবাহিকের নাম ‘কুসুম’। ইতিমধ্যে এই সংবাদমাধ্যমে সামনে আনা হয়েছে প্রথম লুক। কেমন হবে গল্প?

এই সময়ের দেওয়া আপডেট অনুযায়ী, পারিবারিক ব্যবসা সামলান বাড়ির কর্ত্রী ইন্দ্রাণী। নায়িকা কুসুম মনে প্রাণে ভগবাণ রুপে শ্রদ্ধা করেন ইন্দ্রাণীকে। সময়ের সাথে সাথে দেখানো হবে গ্রামের সরল সহজ মেয়ে কুসুম ইন্দ্রাণীর ব্যবসায় যোগদান করেন।

তবে আবেগপ্রবণ স্বভাবের জন্য ইন্দ্রাণীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে সে। ইন্দ্রাণীর বড় ছেলে আয়ুষ্মান (চরিত্রে অভিনেতা  সপ্তর্ষি রায়)। পরবর্তীকালে কুসুমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে। দুই ভিন্ন জগতের মানুষের মনের মিল কীভাবে হবে। কুসুম কি পারবে গাঙ্গুলি পরিবারের মন জয় করতে? খুব শীঘ্রই পর্দায় আসছে ধারাবাহিকের প্রথম প্রোমো।

সূত্রঃ https://eisamay . com/entertainment/zee-bangla-upcoming-serial-kusum-first-look-of-anjana-basu-saptarshi-roy-and-taniska-tiwari/