জি-বাংলার আসছে নতুন ধারাবাহিক ‘দাদামণি’। সদ্য প্রকাশ ধারাবাহিকের প্রোমো। মাত্র ১৮ সেকেন্ডের একটি প্রোমো। এই ধারাবাহিকের সম্পর্কে আপনাদের আগেই আপডেট দেওয়া হয়েছিল।
জি বাংলার তরফ থেকে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে চার বোনের সাথে দাঁড়িয়ে রয়েছে তাদের দাদা। নেপথ্যে বাজছে সে আমার ছোট বোন গানটি।
প্রোমোতে মুখ দেখা না গেলেও এই ধারাবাহিকে দাদামণি’র চরিত্রে অভিনয় করবেন প্রতীক সেন। উড়ান ধারাবাহিকের পর আবার স্টার জলসায় ফিরতে চলেছেন তিনি।