
টেন্টের প্রযোজনায় স্টার জলসায় আসছে কলেজবেলার গল্প। নতুন ধারাবাহিকের নাম ‘কম্পাস’। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম ছোটপর্দায় পা রাখছেন নবাগতা অভিনেত্রী পর্ণা চক্রবর্তী। যদিও টেলিপাড়ায় খবর অভিনয় দুনিয়ায় একেবারে আনকোরা নন পর্ণা। এর আগে অভিনেত্রী মডেলিং করেছেন সেই সাথে বেশকিছু মিউজ়িক ভিডিয়োয় কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেত্রীর।
ইতিমধ্যেই নতুন ধারাবাহিকে পর্ণা চক্রবর্তী’র বিপরীতে নায়ক হিসাবে কাকে দেখা যাবে এই নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে। সূত্রের খবর, এই ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অর্কপ্রভ রায় কে। যাকে এর আগে দর্শক স্টার জলসার ‘দুই শালিক’-এ ‘দেবা’র চরিত্রে দেখেছেন।
যদিও ‘তোমাদের রাণী’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা পায় অর্কপ্রভ। পর্দায় রানি-দুর্জয়ের জুটি আজও হিট। এরপর আবারও ফিরছেন নতুন রূপে। তবে এবার নতুন নায়িকার সাথে অর্কপ্রভ’র কেমিস্ট্রি কতটা জমে, এখন সেটাই দেখার।
ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের শৈলশহরে পুরোদমে শুট চলছে ধারাবাহিকের। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে অথবা আগামী মাসে ছোট পর্দায় সম্প্রচার শুরু হবে ‘কম্পাস’-এর।