
‘রানী ভবানী’র পর ফের স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। সম্প্রতি স্টার জলসার তরফে নতুন মেগার ঘোষণা হয়ে গেল, ধারাবাহিকের নাম ‘কম্পাস’।
স্টার জলসার তরফে শেয়ার করা প্রোমোতে দেখা গেল, কলেজের ভিতরের একটা দৃশ্য। যেখানে রোলার স্কেটে করে এন্ট্রি নিচ্ছে এক মেয়ে। যদিও বাকি আর পাঁচটা নায়িকাদের মত দেখতে নয় তাকে।
ছোট-ছোট ববকাটের চুল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে সোয়েটার, গলায় মাফলার। মুখে মেকআপের লেশমাত্র নেই। লিপস্টিকও নয়। প্রোমো দেখে খানিকটা বোঝা গেল এক টমবয় মেয়ের গল্পই থাকছে এই মেগায়।
গল্পের বিষয় বস্তু কিংবা নায়ক হিসেবে কাকে দেখা যাবে তা এই ১০ সেকেন্ডের প্রোমো থেকে বোঝা স্পষ্ট নয়। ধারাবাহিকের নায়িকা হচ্ছেন পর্ণা চক্রবর্তী। ছোট পর্দায় তার এই প্রথম কাজ। মূলত মডেলিংই করেন অভিনেত্রী। টেন্ট প্রযোজনার হাত ধরে আসছে ‘কম্পাস’।