ফের অঘটন! নতুন ধারাবাহিক ‘চিরসখা’র জন্য সরিয়ে দেওয়া হল এই জনপ্রিয় মেগা ধারাবাহিককে

চিরসখা

লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘চিরসখা’ খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসতে চলেছে। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে পর্দায় প্রকাশ পেয়েছে। প্রথম প্রোমো’তে দর্শক শ্রীময়ীর ছোঁয়া পেয়েছে।

ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জি এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ। মধ্য বয়স্ক প্রেমের গল্প নিয়েই পর্দায় আসছে এই মেগা ধারাবাহিক।

সম্প্রতি প্রকাশ পেল ধারাবাহিকের টাইম স্লট। যা দেখে বেজায় চটেছেন দর্শক। কারণ এই ধারাবাহিকের জন্য সরিয়ে দেওয়া হল এক জনপ্রিয় মেগা ধারাবাহিককে। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করছেন সিরিয়াল প্রেমীরা।

চিরসখা

খবর অনুযায়ী,  আগামী ২৭ জানুয়ারী থেকে রাত ৯ টার স্লটে সম্প্রচার হবে নতুন ধারাবাহিক ‘চিরসখা’কে। বর্তমানে এই সময়ে সম্প্রচার হচ্ছে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘শুভ বিবাহ’ অর্থাৎ শুভ বিবাহকে সরিয়ে চিরসখাকে আনা হল। তাহলে কি বন্ধ হয়ে যাবে সোনামণি সাহার শুভ বিবাহ ধারাবাহিক।

মন খারাপ নয়, কারণ শুভ বিবাহকে বন্ধ করা হবে না বরং অন্য স্লটে দেওয়া হবে এই মেগাকে। টিআরপি কম থাকার কারণে টাইম স্লট হারাচ্ছে।