জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’, প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

বুলেট সরোজিনী

স্টার জলসার আসছে আরও এক নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। ত্রিকোণ প্রেম এবং এক নারীর লড়াইয়ের গল্প বলবে এই মেগা। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী দিয়া বসু এবং নায়কের চরিত্রে রয়েছে দুজন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের নতুন প্রোমো ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে। প্রোমো অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা  সরোজ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সংসারের সব দায়িত্ব তার কাঁধে।

তবে তার মা-বাবা’র খুনিকে খুঁজে পেতে মরিয়া সে। যার জন্য এক লোকের অধীনে গোপনে কাজ করে সে। পাড়ার প্রতিবেশী ছেলে (অর্ণব) টিকে পছন্দ করে সে। ছেলেটিও তাকে পছন্দ করে। তবে বাবা-মায়ের প্রতিশোধ নিতে অন্য এক ছেলের সাথে বিয়ে হয় তার।