অবশেষে ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী রণিতা দাস। দীর্ঘ ১০ বছর পর ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী। ইষ্টি কুটুম ধারাবাহিকের পর তার ফেরার অপেক্ষায় ছিলেন অসংখ্য মানুষ।
অবশেষে ফিরলেন রণিতা তবে দর্শক একটু হতাশ হয়েছে কারণ বাংলা সিরিয়ালে ফিরছেন না অভিনেত্রী বরং একটি রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবে দেখা যাবে তাকে। সদ্য স্টার জলসার অফিশিয়ালি পেজে সেই প্রোমো প্রকাশ পেয়েছে।
রিয়্যালিটি শোয়ের নাম ‘হচ্ছেটা কি’। জলসার সিরিয়ালের কলাকুশলীদের নিয়েই এই শো অনুষ্ঠিত হবে তেমনটাই দেখা গেছে প্রোমোতে। রণিতা কে বাহামণির লুকেই পাওয়া গেছে।