পর্দায় আসছে নতুন মেগা ‘বৃন্দাবন বিলাসিনী’! ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের ভিলেন রাহুল এবার পর্দার নায়ক, বিপরীতে সুদীপ্তা

বৃন্দাবন বিলাসিনী

স্টার জলসার ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের ধূসর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায়। তবে এবার তিনি পর্দার নায়ক। আসছে নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’। নতুন মেগায় জুটি বাঁধতে চলেছে রাহুল গঙ্গোপাধ্যায় এবং সুদীপ্তা রায়। সুদীপ্তা এর আগে  ‘আদরিনী’, ‘চোখের বালি’, ‘ক্ষীরের পুতুল’, ‘ফেরারী মন’-র মতো একাধিক মেগায় কাজ করে জনপ্রিয়তা লাভ করেছে।

‘বৃন্দাবন বিলাসিনী’ গল্প এক দরিদ্র পরিবারের মেয়ে বিনু কৃষ্ণ প্রেমকে ঘিরে। শ্রীকৃষ্ণের জন্য কীর্তন গাইতে ভালোবাসে সে। তার স্বপ্ন বিশ্বের দরবারে আধুনিক সঙ্গীতের মাঝে কৃষ্ণ ভজনের শক্তি ও সৌন্দর্য মানুষকে জানানো। অন্যদিকে নায়ক, বিত্তশালী পরিবারের ছেলে। ওষুধ নিয়ে গবেষণা করা একজন বিজ্ঞানী। ঈশ্বরের উপর তার কোনও বিশ্বাস নেই। দুই মেরুর মানুষের মিল কীভাবে হবে সেই নিয়ে গল্প বুনবে এই মেগা।

বাংলা আজতক-কে দীপ্তা জানালেন, “আমার চরিত্রের নাম বিনু। সে একজন কীর্তনীয়া এবং খুব মিষ্টি ও সাধারণ একটি মেয়ে। একটা ছোট্ট গ্রামে থাকে, খুব গরীব ঘরের মেয়ে। বিনুর জীবনের একমাত্র ভালোবাসা ভগবান কৃষ্ণ এবং কৃষ্ণ গান। বিনুর আসল লড়াই শুরু হয় কৃষের সঙ্গে বিয়ের পর। দুই পরিবারের সংস্কৃতি, স্ট্যাটাসে অনেকটা ফারাক। দু’জনের দেখা হলে ঠিক কী হবে, কীভাবে এক ছাদের তলায় থাকবে সেটাই দেখানো হবে গল্পে।”

রাহুল জানান, “এই ধারাবাহিকের কনসেপ্ট খুব ভাল এবং আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। গল্পে অনেক ট্যুইস্ট আছে। অনেক যত্ন করে আমরা সব কটা চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা ক্রি দর্শকদের খুব ভাল একটা কাজ উপহার দিতে পারব।”

সুত্রঃ https://bangla . aajtak . in/cinema-and-tv-serial-news/television/story/brindaban-bilashini-new-bangla-serial-starring-sudipta-roy-rahul-ganguly-krishna-vajan-lover-kali-believer-contradictions-storyline-soc-1256145-2025-08-05