বড় চমক! গৃহপ্রবেশ ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে নতুন নায়িকা

গৃহপ্রবেশ

স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘গৃহপ্রবেশ’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উষসী রায় এবং অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর পর্দায় ফিরেছেন উষসী।

শুরু থেকেই এই ধারাবাহিক মিশ্র ফলাফল পাচ্ছে। তবে এবার টিআরপি বাড়াতে গল্পে নতুন নায়িকা আনা হচ্ছে। না নায়িকা পরিবর্তন হচ্ছে না। ধারাবাহিকে একটি নতুন চরিত্র আনা হচ্ছে।

গৃহপ্রবেশ

আর নতুন চরিত্র হয়ে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী। যাকে এর আগে তোমাদের রানী। তিতলি-র মতো আরও একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন। টলি পাড়ায় পরিচিত মুখ মধুপ্রিয়া। ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে ঋদ্ধির হবু স্ত্রী ডোনার চরিত্রে দেখা মিলবে তার।