‘দু লাইনের পোস্ট না করলেও পারতেন ম্যাডাম’,…সহ-অভিনেতাকে নিয়ে পোস্ট করায় দিতিপ্রিয়াকে তুলোধোনা নেটিজেনদের

দিতিপ্রিয়া রায়

সম্প্রতি শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন ছোটপর্দার ‘আর্য’ ওরফে জিতু কমল। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকের মতে চেস্ট ইনফেকশনের কারনেই অসুস্থ হয়ে পরেছেন জিতু।

জিতুর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার সহ অভিনেতাকে বিশেষ বার্তা দিলেন ‘অপর্ণা’ ওরফে দিতিপ্রিয়া রায়। পর্দায় আর্য-অপর্ণার অনস্ক্রিন কেমিস্ট্রি যতই ভাল হোক না কেন বাস্তবে সম্পর্ক যে খুব বিশেষ ভাল না তা দিতিপ্রিয়ার পোস্টেই বেশ স্পষ্ট।

সম্প্রতি সহ অভিনেতা জিতুর সুস্থতা কামনা করে পোস্টে দিতিপ্রিয়া লেখেন, ‘আমার সহ অভিনেতাকে জানাই তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো।’

পোস্টে জিতুর নাম না নিয়েই তাকে সহ অভিনেতা বলে সম্বোধন করায় দিতিপ্রিয়ার উপর বেজায় চটেছেন জিতু ভক্তরা। অনেকে নায়িকাকে কটাক্ষও করেছেন।

একজন লিখেছেন, ‘যার ব্যাপারে বললেন তার নামটা নিলে বা মেনশন করলে আরও বেশি ভালো লাগতো।’ আর একজন লেখেন, ‘দু লাইনের পোস্ট না করলে পারতেন ম্যাডাম দিতিপ্রিয়া, মনে হচ্ছে অনুমতি নিয়ে সারারাত পর পোস্ট করলেন, Co -star কে জানতে পারি ঐ মানুষটার তো একটা নাম আছে সেটা কি ভুলে গিয়েছেন। যাই হোক আপনাকে বলে এসব কী হবে, বলার কোনও মানে নেই, আপনি তো ছোট তাই, তবে জীতুর জন্য চিন্তা করতে হবে না, জীতুর জন্য তাঁর হাজার হাজার শুভাকাঙ্ক্ষী তাঁর ফ্যানরা আছে, সারা রাত না ঘুমিয়ে সবাই জীতুর জন্য প্রার্থনা করছে অবশ্যই জীতু সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে।’

আর একজন লেখেন, ‘কী ফর্মালিটি! বোন, প্রথমে একজন ভালো মনের মানুষ হও। তোমার মন খুলে দাও, তাহলে তুমি মানুষের ভালোবাসায় ভরে যাবে। কারও প্রতি রাগ, বিরক্তি বা ঈর্ষা পোষণ করো না।’

কটাক্ষ করে একজন লেখেন, ‘কার কথা বলছেন, আপনি অসুস্থ নাকি, আমরা যতটুকু জানি আমাদের প্রিয় ভালোবাসার মানুষ জিতু বুঝলেন জিতু কমল, Jeetu Kamal অসুস্থ, আমরা উনার সুস্থতা কামনা করছি, আপনি কার কথা বলতে বুঝতে পারছি না।’