ফের বিতর্কে জি-বাংলার সারেগামাপা। নেপথ্য বিচারক অন্তরা মিত্র। শোয়ের এক এপিসোডের ভিডিও এখন ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ বিচারক অন্তরা মিত্রের বিচারকে বাহবা জানাচ্ছেন, আবার অধিকাংশ বিমুখ।
যারা সারেগামাপা দেখেন তারা জানেন কিছুদিন আগেই শো থেকে বাদ পড়েছেন এক প্রতিযোগী, নাম সপ্তপর্ণী বসু। যিনি দক্ষিণ চব্বিশ পরগণার মেয়ে। এই প্রতিযোগীর গান শেষ পর্বে একেবারেই পছন্দ হয়নি বিচারকদের। এই প্রতিযোগীকে ঘিরে অন্তরা মিত্রের মতামত নিয়ে উঠেছে গুরুত্বর অভিযোগ।
একাংশ নেটিজেনদের দাবি প্রতিযোগীদের অসম্মান করছেন বিচারক অন্তরা মিত্র। অন্তরা সপ্তপর্ণীকে ‘তুই’ সম্বোধন করে কথা বলার বিষয়টি একেবারেই গ্রহণযোগ্য মনে করছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেনের দাবি, “প্রতিযোগীদের সম্মান করাটা বিচারকদের কর্তব্যের মধ্যে পড়ে। অন্তত তুমি বলে সম্বোধন করা উচিত ছিল।
আবার কারো মতে, “বিচারক অন্তরা মিত্র প্রতিযোগীদের অসম্মান করছেন।” প্রসঙ্গত এদিন সপ্তপর্ণী গাওয়া দুটি লাইন নিয়ে প্রশ্ন তোলেন বিচারক অন্তরা মিত্র। তিনি স্পষ্ট ভাষায় প্রতিযোগীকে জানান, ‘এটা বয় গার্ল সঙ ছিল না, এটা ম্যান-ওম্যান সঙ ছিল। সেই ব্যাপারটা রাখতে হত। এরকম ন্যাকা ন্যাকা স্বর আনার দরকার ছিল না।”
যদিও কেউ কেউ আবার অন্তরা মিত্রের মন্তব্যেকে সমর্থন জানিয়েছেন। কেউ বলছেন ‘উনি ঠিক কাজ করেছেন বিচারক হয়ে ভুল ধরিয়ে দিয়েছেন।’ আবার কারো মতে, ‘এতদিনে যোগ্য একটা বিচারক দেখা গেল’।
View this post on Instagram