অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ এবং অভিনেতা কাঞ্চন মল্লিকের এক বছরের মেয়ে কৃষভি। মেয়ে অন্ত প্রাণ তারকা দম্পতি। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। কৃষভির মিষ্টি মিষ্টি কথা শুনতে পছন্দও করেন নেটিজেনরা। তবে এবার এক নেটিজেনের মন্তব্য ক্ষোভ উগড়ে দিলেন শ্রীময়ী।
কিছুদিন আগে শ্রীময়ী তাঁর মেয়েকে নিয়ে মজার রিল পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় মেকআপ করার সময় মাকে অন্য কেউ ধরছে তা দেখে ছোট কৃষভি অভিমান করে। সেই মজার ভিডিও অভিনেত্রী ভাগ করে নেন অনুরাগীদের সাথে।
ভিডিওতে এক নেটিজেন মন্তব্য করে বসেন, ‘বাচ্চাটিকে দেখতে ‘অড’ লাগে’। শুধু তাই নয়, কাঞ্চনের অতীত দাম্পত্য ও আরেক সন্তানের ‘অন্যায়’ প্রসঙ্গ মন্তব্য ছুঁড়ে দেন।
এই কটাক্ষের ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী। শ্রীময়ী লেখেন, ‘ অড যদি কিছু থাকে, তবে তা ওই মহিলার মানসিকতা। নিজের চরিত্র ও মনোভাব আয়নার সামনে দেখলে তিনিই আঁতকে উঠবেন’। সন্তানের চেহারা নিয়ে অভিনেত্রীর পাল্টা জবাবে শ্রীময়ীকে বাহবা জানায় অনেকে।

