‘একটা সিরিয়াল যদি ৩ মাস চালানোর ক্ষমতা না থাকে তাহলে আনেন কেন?’ ‘অষ্টমী’ বন্ধ হওয়ায় ক্ষোভপ্রকাশ নেটিজেনদের

অষ্টমী

আগে ধারাবাহিকের প্রোমো দেখে বোঝা যেত ধারাবাহিকটি চলবে কিনা। তবে আজকালকার ধারাবাহিকে সেই বিষয়টি অনিশ্চয়তা। কারণ মাত্র এক থেকে দু’মাসেই শেষ হয়ে যাচ্ছে বহু ধারাবাহিক। কিছু ধারাবাহিক টিআরপির অভাবে শেষ হচ্ছে তো আবার কিছু নতুন ধারাবাহিকের আগমনে।

কিছুদিন আগেই মাত্র দু’মাসে বন্ধ করে দেওয়া হল জি-বাংলার নতুন ধারাবাহিক ‘অষ্টমী’। ধারাবাহিক বন্ধ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ জানালেন এক নেটিজেন।

অষ্টমী ধারাবাহিক বন্ধ হওয়ায় এক নেটিজেন লেখেন, “বুঝিনা একটা সিরিয়াল যদি আপনাদের ৩ মাসও চালানার ক্ষমতা না থাকে, তাহলে আনেন কেন.? শুধু শুধু শিল্পীদের অপমান করা.! আর সত্যি বলতে কি আমরাও কিছুটা দায়ী.! মানে ঐ বস্তাপচা “তোমাদের রাণী” দেখবো, অথচ “অষ্টমী” র মতো এতো সুন্দর একটা সিরিয়াল দেখবোনা.!”

অষ্টমী