বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা ঋজু বিশ্বাসকে ঘিরে বিতর্ক নেটপাড়ায়। এক সময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বৌ কথা কও’ ধারাবাহিকে ‘নিখিল’ চরিত্রে অভিনয় করেই দর্শকের প্রশংসা পেয়েছিলেন। পর্দায় জনপ্রিয়তা পাওয়া সত্বেও অভিনেতার নামে উঠে এসেছে গুরুতর অভিযোগ। যা শুনে হতবাক নেটদুনিয়া।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বৃষ্টি মণ্ডল নামে একটি মেয়ে। পেশায় মডেল বলে পরিচয় দিয়েছেন। ঋজু বিশ্বাসের বিরুদ্ধে সামনে আনেন একাধিক স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে ঋজুর সঙ্গে তার কথোপকথন আর পরবর্তীতে ঋজুর কুরু’চিকর মন্তব্য।
বৃষ্টি মণ্ডলের দাবি, ঋজু বিশ্বাস ইনস্টাগ্রামে তার পোস্টে প্রথমে প্রশংসা করতে শুরু করেন। এরপর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে শুরু হয় কথাবার্তা। তারপরেই শুরু হয় ঋজুর অশালীন আচরণ।
বৃষ্টি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি সাধারণত এমন কিছু শেয়ার করি না, কিন্তু আজ সত্যিই বিরক্ত এবং ঘৃণিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এই মুখটা অনেকের চেনা। বাংলা সিরিয়ালের অভিনেতা ঋজু বিশ্বাস।’
‘প্রথমে ইনস্টাগ্রামে ভালো কথা বলে, তারপর হোয়াটসঅ্যাপ নম্বর চায়। আমি দিতে রাজি হই, কিন্তু পরে সে বারবার কল করতে জোর করে। আমি না বলায় রেগে যায়, বাজে ভাষায় কথা বলে, আর এখন উল্টে আমাকে সাইবার ক্রাইমে অভিযোগ করার হুমকি দিচ্ছে।’
বৃষ্টির এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। এমনকি কমেন্ট সেকশনে আরও অনেক মেয়েরাও একই অভিযোগ এনেছেন ঋজু সম্পর্কে। কেউ লিখেছেন, “আমাকেও বাজে প্রস্তাব দিয়েছিল, তারপর আমি ব্লক করি।” আবার কেউ লিখেছেন, “সে নিজেকে বড় তারকা ভাবে, অথচ মেয়েদের সঙ্গে নোংরা ব্যবহার করে।”
তবে এতকিছুর পরও অভিনেতা ঋজু বিশ্বাসের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঋজু নীরবতা নেটিজেনদের কৌতূহল ক্রমশ বেড়েই চলেছে নেটপাড়ায়।
সুত্রঃ https: //www. the wall. in/

