জি বাংলার অন্যতম চর্চিত জনপ্রিয় ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের প্রধান নায়িকা হল অভিনেত্রী মানালি দে এবং দ্বিতীয় প্রধান নায়িকাদের চরিত্রে রয়েছে আরও তিন নায়িকা। চার বান্ধবীর জীবন কাহিনী নিয়ে এই ধারাবাহিক।
বর্তমানে প্রধান নায়িকা শিমুলের চেয়ে দর্শকের মধ্যমণি হয়ে উঠেছে বিপাশা। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। বিপাশা যেভাবে অভিনয় করছেন ধারাবাহিকে তা মানালির অভিনয়কেও টেক্কা দিচ্ছে। এমনটাই মত দর্শকের।
এই ধারাবাহিক ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অধিকাংশ নেটিজেনদের মতে ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে শিমুলকে বাদ দিয়ে বিপাশাকে করা হোক। বিপাশা একজন লড়াকু মানসিকতা মেয়ে, যে নায়িকা হওয়ার যোগ্য।
এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “শিমুল নায়িকা হয়েও বারবার অপমানিত হয়ে শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছে। আর এদিকে বিপাশা স্বামীকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছে নারীরা অবহেলিত নয়। এমনকি তার একা থাকার ক্ষমতা রয়েছে যেটা নায়িকা শিমুলের মধ্যে দেখা যাচ্ছে না। এরকম একটা চরিত্র কীভাবে নায়িকা হতে পারে? এমনটাই অভিযোগ তুলছেন নেটিজেনরা। তাহলে কি দর্শকের অনুরোধ রাখবে চ্যানেল?