স্টার জলসা চ্যানেলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকবেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। মধ্য বয়স্ক মহিলা এবং পুরুষের প্রেমের গল্প বলবে এই মেগা।
ধারাবাহিকের প্রথম প্রোমোতে দেখা যায় নায়িকা বিধবা এবং স্বামীর বন্ধুর সাথেই গভীর সম্পর্ক তার। ধারাবাহিকের প্রথম প্রোমোতেই পরকীয়ার ছোঁয়া। প্রথম প্রোমো প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়ে পরে। তবে এই প্রোমো নিয়ে লেখিকার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়।
কোনও কোনও নেটিজেনদের মতে, ‘লীনা গাঙ্গুলির সিরিয়াল তো পরকীয়া তো থাকবেই’। আবার কেউ বলছেন লেখিকাকে প্রশ্ন ছুঁড়ে জানান, ‘আপনি কি পরকীয়া ছাড়া কোনও গল্প লিখতে পারেন না?” বলাই বাহুল্য, শুরুর আগেই লীনা গাঙ্গুলিকে রোষের মুখে পড়তে হয়।