খুব বেশিদিন হয়নি জলসার পর্দায় লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক শুরু হয়েছে যার নাম ‘চিরসখা’। ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়কে। সম্প্রতি ধারাবাহিক নিয়ে চর্চা তুঙ্গে।
এর আগে ধারাবাহিকের গল্প দেখে অনেকেই বলেছেন এত পুরো ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ডুপ্লিকেট। ধারাবাহিকে দেখা যাচ্ছে অপরাজিতার তিন ছেলে মেয়ে! এই ছেলেদের মধ্যে একজন অভিনেতা রাজা। এরআগে ২০১৫ সালে ‘কোজাগরি’ ধারাবাহিকে অপরাজিতা ও রাজাকে একে অপরের বিপরীতে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তারপর কেটে গেছে দশটা বছর।
বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে রাজা আর অপরাজিতা মা-ছেলের চরিত্রে অভিনয় করছে। আর এই প্রসঙ্গই জোরকদমে ট্রোল হচ্ছে। অনেক নেটিজেনরা বলছেন, নায়ক-নায়িকা থেকে সোজা মা ছেলের চরিত্রে অভিনয়। আবার অনেকে বলেছেন অপরাজিতাকে বেশি বয়স্ক দেখাতে গিয়েই সবটা গণ্ডগোল হয়েছে। এই মুহূর্তে ধারাবাহিক নিয়ে শুরু হয়েছে তুমূল চর্চা।