
দুই ভাই বোনের মধ্যে বয়েসের ফারাক মাত্র ৩ বছর। তাই প্রায়শই ইউভান- ইয়ালিনি’র খুনসুটিতে জমজমাট থাকে রাজ -শুভশ্রীর বাড়ি। সন্তানদের সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি কিংবা ভিডিয়ো প্রায়ই পোস্ট করে থাকেন মাম্মা শুভশ্রী।
ফের তেমনই একটি ভিডিও পোস্ট করলেন শুভশ্রী। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছোট্ট ইয়ালিনি মনের আনন্দে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার পরনে রয়েছে একটি সুপারম্যানের পোশাক। মাটিতে শুয়ে পায়ের ওপর ভর দিয়ে পিছনের দিকে এগিয়ে যাচ্ছে সে, ঠিক যেমনটা তার বয়সী আর পাঁচটা বাচ্চা করে থাকে।
অন্যদিকে স্পাইডারম্যানের পোশাকে নজরে আস্ল ইউভান। বাড়ির সহকর্মীর সাহায্য নিয়ে একেবারে অনবদ্য স্টান্ট দেখাচ্ছে সে। পা ওপরে করে হাতের ওপর ভর দিয়ে হেটে বেড়াচ্ছে ইউভান। দুই ভাই বোনের এই অনবদ্য যুগলবন্দী দেখে ভালবাসা জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।