‘অবিকল সুচিত্রা সেন’! জি-বাংলার নায়িকা আরাত্রিকার নতুন লুক দেখে অবাক নেটিজেন

অভিনেত্রী আরাত্রিকা মাইতি

এমন কথা প্রায়শই বলা হয়ে থাকে পৃথিবীতে একই চেহারার প্রত্যেক মানুষের ৭ জন অনুরূপ মানুষ আছে। মুখের অথবা শারীরিক গঠনের মিল এরকম চারিদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু তাদের খোঁজ পেলেই বা কোন ব্যক্তির সাথে অন্যের মিল খুঁজে পেলেই উত্তেজিত হয়ে যান নেটাগরিকরা। বিশেষ করে তারকাদের চেহারার মিল পাওয়া গেলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না।

সম্প্রতি এরকমই একটি ছবি দেখে তাজ্জব নেট কারিগরেরা। জি-বাংলার এক জনপ্রিয় নায়িকার ছবি দেখে তো চক্ষু চড়কগাছ। যেন সাক্ষাৎ মহানায়িকা সুচিত্রা সেনকে ফিরে পেলেন আপামর বাঙালি। কে তিনি?

তিনি আর কেউ নন আপনাদের সকলের প্রিয় রাই ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যিনি এই মুহূর্তে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অভিনয় করছেন। তার একটি ছবি দেখে দর্শক মিল খুঁজে পেয়েছে মহানায়িকার সাথে। শুধু মিল নয়, আরাত্রিকার নতুন ছবিটি যেন অবিকল সুচিত্রা সেন। আপনিও নিজেও ধরতে পারবেন না এটা আরাত্রিকা না মহানায়িকার ছবি। এতোটাই মিল যে নেটিজেনরা হতবাক।

অভিনেত্রী পোস্ট হওয়া এই ছবি অনেকেই শেয়ার করে লিখেছেন ঠিক যেন অবিকল সুচিত্রা সেনকে দেখছি। এমনি অভিনেত্রী লুকের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।