আচমকাই ট্রেন সফরে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জেলা পুলিশের আয়োজনে ম্যারাথনে যোগ দিতেই হাওড়া থেকে ট্রেনে মালদা পৌঁছান ছিল উদ্দেশ্য। আর এই ট্রেন সফরেই ঘটল এক ঘটনা।
সম্প্রতি সামনে এসেছে একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে, ট্রেনের কামরায় সহ-যাত্রীর খুদে শিশুকে কোলে নিয়ে আদর করছেন শুভশ্রী। তবে প্রথমে ছোট্ট খুদেকে মেয়ে ভেবে ভুল করেন অভিনেত্রী। খুদের মাকে প্রশ্ন করেন, ‘গার্ল তো?’ উত্তর এল ‘বয়’। এরপরই শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘ও ইউ আর অ্যা বয়, আই থিঙ্ক ইউ গার্ল।’
বর্তমানে শুভশ্রী নিজেও দুই সন্তানের মা, তা সত্বেও শিশুদের প্রতি তার আলাদা রকমের ভালোবাসা তা তিনি আগেই জানিয়েছেন। শুভশ্রীর সাথে ভিডিও ক্লিপটি সামনে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram