‘অবিকল সুচিত্রা সেন’! নাতনি রাইমা সেনের নতুন লুক দেখে অবাক নেটিজেন

রাইমা সেন

সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। রুপ হোক কিংবা গুন কোন অংশেই দিদিমার থেকে কম যান না অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাইমার বেশ কিছু ছবি ভাইরাল হয়। অভিনেত্রীর লুক দেখে আরও একবার মহানায়িকার কথা মনে পরে গেল দর্শকের।

অবিকল সুচিত্রা সেন। অভিনেত্রীর নতুন লুক দেখে তাজ্জব নেটপাড়া। সাদাকালো ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে বনেদি বাড়ির নববধূর সাজে সেজে উঠেছেন রাইমা। পরনে শাড়ি ও ভারী গয়নায় সেজে উঠতে দেখা গেল রাইমা কে।

রাইমা সেন

রাইমার তোলা ছবিগুলি সাদাকালো হওয়ায় তা যেন পুরনো দিনের ছবির আভাস দিচ্ছে। তবে অভিনেত্রীর এমন সাজ নতুন নয়। ‘চোখের বালি’ হোক অথবা ‘নৌকাডুবি’, এমন সাবেকি সাজে এর আগেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। পর্দায় রাইমা কে শেষ দেখা গিয়েছিল ২০২০ সালে ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে।

রাইমা সেন