স্কুলের গণ্ডি এখনও পেরোয়নি তার আগেই সেরার সেরা মুকুট ছিনিয়ে নিল মাত্র তিন বছরের খুদে আরাধ্য। তাক লাগানো সাফল্যে নিয়ে ইতিমধ্যেই জিতে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খেতাব। এইটুকু বয়সে ‘সুপার কিড’ প্রতিযোগিতায় সেরার সেরা হয়ে উঠেছে আরাধ্য।
মাত্র ৩ মিনিট ৫২ সেকেন্ডেই ৪২ টি দেশের জাতীয় পতাকার নাম বলে শোরগোল ফেলে দিয়েছে এই ছোট্ট খুদে। সুদীপ্ত ও রিঙ্কুর একমাত্র মেয়ে আরাধ্য। মেয়ের এমন প্রতিভায় উচ্ছ্বসিত তার বাবা-মা সহ পারা-পড়শি। শুধু তাই নয়, আরাধ্য’র সাফল্যে গোটা এলাকা জুড়ে কেবলই প্রশংসার ঝড়।
আরাধ্য’র বাবা সুদীপ্ত সরকার পেশায় ভারতীয় রেলে কর্মরত। মা রিঙ্কু গৃহবধূ। মেয়ের এমন বিরল প্রতিভা সম্পর্কে আরাধ্য’র বাবা সুদীপ্ত সরকার জানায়, আরাধ্য’র মনে রাখার ক্ষমতা ভীষণভাবে অবাক করত আমাদের, নিজের চেষ্টাতেই ইউটিউব দেখে একের পর এক দেশের জাতীয় পতাকার নাম বলে দিতে পারত আরাধ্য। তবে আরাধ্য ইচ্ছা ব্রিটেনে গিয়ে ডাক্তারি পড়বে সে। স্বাভাবিক ছন্দে বেড়ে ওঠার পাশাপাশি নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশুনা করে মানুষের মত মানুষ হোক এটাই কামনা করেন তার বাবা-মা।
সূত্রঃ bengali . indianexpress . com