ভারতীয় সংস্কৃতিতে ফ্যাশন মানেই সুন্দর পোশাকের সাথে সাথে লুক ও চুলের ডিজাইনও বেশ গুরুত্বপূর্ণ। পোশাকের সাথে হেয়ার স্টাইলও হতে হবে একেবারে পারফেক্ট। তবে এবার একটু অন্যরকম মেজাজে ধরা দিলেন নীহার সচদেব। আমেরিকাবাসী হলেও ভারতীয় ফ্যাশনকে প্রচার করেন তিনি।
ফ্যাশন ডিজাইনার হওয়া সত্বেও মাথায় নেই চুল। আসলে মাত্র ছ’মাস বয়সে নীহার অ্যালোপেশিয়া ধরা পড়ে। এই অটোইমিউন ডিজ়িজ়ের চিকিৎসা শুরু করলেও লাভ হয়নি। প্রথমে মাথার এক অংশ থেকে চুল পড়া শুরু হয়। এরপর আসতে আসতে গোটা মাথাতেই ছেয়ে যায়। কিন্তু তাতে কি! মাথায় চুল না থাকা সত্বেও ফ্যাশন ইনফ্লুয়েন্সিং চালিয়েছেন নীহার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নীহারের বিয়ের ভিডিয়ো নজর কেড়েছে নেটিজ়েনদের। পরনে ভারী কাজের লেহেঙ্গা, গা-ভর্তি কুন্দনের গয়না, টাক মাথাতেই ঝুলছে টিকলি, এমন সাজেই সাজে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন নীহার। তাদের বিয়ের এই ভিডিও বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
তবে অনেকেই তাকে পরচুলা পরার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু টাক মাথাতেই বিয়ের মন্ডপে বসেন নীহার। নীহারের এমন সাহসিকতায় মুগ্ধ নেটিজেনরা।
View this post on Instagram