ছোটপর্দার হাত ধরে ক্যারিয়ার শুরু করলেও বড়পর্দা, ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতায় সফল হয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। ছোটপর্দায় কলের বউ, অপরাজিতা অপু, তুমি আশে পাশে থাকলে-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন রোহন।
কিছুদিন আগে ‘ধূমকেতু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠান উপস্থাপনা করে নজর কেড়েছিলেন নেটিজেনদের। সুত্রের খবর, এবার নাকি রাজ চক্রবর্তীর ছবিতে দেখা মিলবে তার।
তবে অভিনেতার প্রকাশ্যে আনা একটি নতুন লুক নিয়ে বেশ জল্পনা চলছে। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রোহন। ছবিতে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে বলিউডের রনবীর সিংহের পোজে বেশ কিছু ছবি তোলেন অভিনেতা। এমনকি রনবীর সিংহ স্টাইলে পোশাক পরে দেখা যায় তাকে। রনবীর সিংহের মতো গোঁফ, তার সাজগোছ দেখে নেটিজেনরা বলিউডের রনবীর সিংহের সঙ্গে তুলনা করছেন রোহনকে।
View this post on Instagram