শুরুতেই ট্রোল! পরিণীতা’য় নিম্নমানের VFX-এ বানানো কুকুর দেখে কটাক্ষ নেটিজেনদের

পরিণীতা

কয়েকদিন হল পর্দায় শুরু হয়েছে জি-বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’। গ্রামের মেয়ে পারুল আর কলকাতার ক্যাসানোভা রায়ানের দুষ্টু মিষ্টি গল্প নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী নবাগতা ঈশানি।

ইতিমধ্যেই ধারাবাহিকের গল্প টিআরপির তিনে জায়গা দখল করে নিয়েছে। তবে ধারাবাহিকের তৃতীয় এপিসোডের একটি দৃশ্য নিয়ে সমালোচনা করেছেন নেটিজেন।

ধারাবাহিকের তৃতীয় পর্বে দেখা গেছে অজপাড়া গাঁয়, পাত্রের সঙ্গে বিয়ে হচ্ছে রায়ানের দিদির। তবে পরিবারের কেউ খুশি নয়। ধারাবাহিকে দেখানো হয় গ্রামে এসে অবস্থা খারাপ রায়ানের। এদিকে জামাইবাবুর উস্কানিতে এক নেড়ি কুকুর পিছনে যায় তার। এই কুকুর-কে ঘিরেই শুরু হয়েছে ট্রোল।

কারণ নেটিজেনদের মতো, জি-বাংলা’য় আসল কুকুর নিয়ে আসার ক্ষমতা নেই।  ভিএফএক্স দিয়েই বানাতে হচ্ছে। এক নেটিজেন লেখেন, “জি-কাকুর বড়ই অভাব’। আবার কেউ লেখেন দিয়ে বানানো কুকুরের কি হাল।”