এই মুহূর্তে জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’। দুই ধারাবাহিকেই কেন্দ্রীয় চরিত্রে থাকা অভিনেত্রীরা দর্শকের মন জয় করলেও দর্শকের চক্ষুশূল হয়ে উঠেছে গল্পের শ্বাশুরিরা।
একসময়ে বাংলা সিরিয়ালের মেইন টপিক থাকত শ্বাশুরি বৌমার মধ্যে মন কষাকষি, ঝামেলা, অশান্তি। বৌমাদের উপর রাগ দেখানো, কোথা শোনানো, কুটিল মন্তব্য করার কারনেই অপ্রিয় হয়ে উঠেছে দুই ধারাবাহিকের দুই শ্বাশুরি।
প্রথম থেকেই জগদ্ধাত্রীর বিরোধী ছিলেন তার সৎ শাশুড়ি বৈদেহী মুখার্জি। ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার, অকারণ চিৎকার করা, বলতে গেলে বরাবরই দর্শকের কাছে কুটিল শ্বাশুরি হয়ে উঠেছে বৈদেহী।
উলটোদিকে ফুলকির জেঠি শাশুড়ির চরিত্রে থাকা হৈমন্তী বরাবরই ফুলকি আর রোহিতের বিপক্ষে থেকেছেন। অকারণ কথা শোনানো, নতুন করে অশান্তি বাঁধানো সবেতেই পারদর্শী হৈমন্তী।
বৈদেহী এবং হৈমন্তী, দুটো চরিত্রই অভিনয় দিয়ে দর্শকের মনে ক্ষোভ জাগালেও নিজ চরিত্রে অনেকটাই ছাপিয়ে গেছেন দুই অভিনেত্রী।