এই মুহুর্তে জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় অভিনেত্রী শ্রুতি দাসের অভিনয় নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক পর্বের পর অভিনেত্রীর অভিনয় রীতিমতো ঝড় তুলেছে নেটপাড়ায়।
শুধু গল্প নয়, প্রতিটা চরিত্রের আবেগ, অভিনয়ের স্বচ্ছতা যেন অন্য মাত্রায় নিয়ে গেছে এই মেগাকে। আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাস অভিনীত এই মেগায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে শ্রুতির চরিত্র ‘নিশা’র ব্যতিক্রমী মুহূর্ত নিয়ে।
বাবার মৃ’ত্যুর পর দিদির বিয়ে ভেঙে যাওয়ার যন্ত্রণায় উজি যখন ভেঙে পড়েছে, তখন শ্রুতি ওরফে নিশার আচরণ ছিল প্রচলিত ধারার একেবারে বাইরে। মাটিতে বসে বাবার মৃ’তদেহের পাশে মাংস খেতে শুরু করে সে, যাতে বাবার টাকায় তৈরি বিয়ের ভোজ নষ্ট না হয়।
টাকার প্রতি তার আকৃষ্টতা, অভিনেত্রীর এমন আচরণের দৃশ্য নাটকীয় মনে হলেও শ্রুতির অভিব্যক্তি এতটাই বাস্তব ছিল যা দর্শকের চোখে জল এনেছে। একদিকে দর্শক যেমন শ্রুতির অভিনয়ে মুগ্ধ, উল্টোদিকে বাস্তব জীবনে শ্রুতির স্বামী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও এই অভিনয়ের প্রশংসা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের পর্বের দৃশ্যে শ্রুতির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। কমেন্টে একজন নেটিজেন লেখেন, ‘যেন গায়ে কাটা দিয়ে উঠল’। অন্য একজন লেখেন, ‘অভিনেত্রীর নিখুঁত পারফরম্যান্স, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই’।
ফের আরও একবার নিজের অভিনয় দিয়ে প্রমাণ করে দিলেন এতদিন পর ছোটপর্দায় ফিরেও তার দক্ষতা এতটুকু কমেনি।