পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি, এবার স্বামীর সঙ্গে ডিভোর্সের পথে নেহা কক্কর, মুখ খুললেন স্বয়ং গায়িকা

নেহা কক্কর

টলি থেকে বলি পাড়া চারিদিকে শুধু ঘর ভাঙার খবর। সম্প্রতি তারই মাঝে মাথাচাড়া দিয়ে উঠেছে বলিউড গায়িকা নেহা কক্করের বিয়ে ভাঙার জল্পনা। জল্পনা শুরু নেহার পোস্ট ঘিরে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, ‘তিনি কাজ আর সম্পর্ক থেকে বিরতি নিচ্ছেন’।

গায়িকার সেই পোস্ট রীতিমত ভাইরাল হয়ে যায় আর তারপরেই শুরু কৌতূহল। যদিও গায়িকা সেই পোস্ট পরে ডিলিট করে দেন।

গায়িকার পোস্টের পরেই নেহা এবং তাঁর স্বামী রোহনপ্রীত সিংয়ের ডিভোর্সের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে। সত্যি কি এবার পাঁচ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন বলি গায়িকা।

অবশেষে মুখ খুললেন নেহা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ‘দয়া করে আমার নিরীহ স্বামী এবং পরিবারকে এর মধ্যে টানবেন না। পরিবার আমার কাছে সবচেয়ে পবিত্র স্থান। তাঁদের সাপোর্টেই আমি আজ এই জায়গায় পৌঁছেছি। আমি অন্যদের উপর রাগ করি। আশা করি তোমরা বুঝতে পারবে। আমার স্বামী এবং পরিবারকে এই সব থেকে দূরে রাখবে।’

নেহা আরও লেখেন, “আমি একটা বিষয়ে আপনাদের সঙ্গে একমত যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় আমার এত আবেগপ্রবণ হওয়া উচিত নয়। কারণ, মিডিয়ার লোকেরা খুব ভালো করেই জানে কী ভাবে তিলকে তাল করা হয়। আমি বিষয়টা থেকে শিক্ষা নিয়েছি। তবে চিন্তা করো না, আমি শীঘ্রই আবার ফিরে আসব।’