খলনায়িকা ছাড়া সিরিয়াল? ভাবা যায়। সিরিয়ালে নেগেটিভ চরিত্রগুলো ধারাবাহিক জনপ্রিয় করে তোলার অন্যতম কারণ। ঝগড়া বা কূটকাচালি না থাকলে সিরিয়াল কি জমবে? কিন্তু এবার থেকে এমনটাই হবে। হ্যাঁ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক তেমন নোটিশ জারি করেছে। তারা ঘোষণা করেছে, এবার থেকে ধারাবাহিকে খলচরিত্র রাখা যাবে না এবং বন্ধ করতে হবে কূটকাচালি। কারণ এতে সমাজে কুপ্রভাব পড়ছে। বাড়ছে গৃহ অশান্তি। টেলিভিশন নেটওয়ার্ক আইনে বদল আনা হবে এবার।
কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি সোনিকা খট্টর তরফ থেকে গত ১ লা নভেম্বর এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে সিরিয়ালে কূটকাচালি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। বাংলা হোক বা হিন্দি ধারাবাহিকে কূটকাচালি, সংসারে ঝামেলা, দু-তিনটে বউ, মেরে ফেলার ছক সমাজের বহু মানুষকে ভুল পথে চালিত করছে।
নোটিশ জারি হওয়ার পর থেকে কপালে চিন্তার ভাঁজ পরিচালক থেকে ছোট পর্দার খল নায়িকাদের। কারণ সিরিয়ালে পজেটিভ চরিত্রের পাশাপাশি নেগেটিভ চরিত্রগুলো বিশেষ ভূমিকা পালন করে। ভিলেন পার্ট গুলোই ধারাবাহিকে টুইস্ট আনে। ভিলেন না থাকলে কি মানুষ আগ্রহ পাবে? এই বিষয়ে কি বলছেন ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা মৌমিতা গুপ্ত থেকে ঊষসী চক্রবর্তীর মতো অভিনেত্রীরা?
‘সর্বজয়া’ ধারাবাহিকে খলচরিত্রে রয়েছেন মৌমিতা গুপ্ত। তার গলায় আতঙ্কের সুর। অভিনেত্রী জানান, “আমাদের জীবনেও অনেক নেগেটিভ চরিত্র থাকে, তাহলে ধারাবাহিক সমস্যা কি? খলচরিত্র ছাড়া কি ধারাবাহিক চলবে”।
‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টি অর্থার অভিনেত্রী ঊষসী চক্রবর্তী জানান, “নেগেটিভ চরিত্রের শেড পরিবর্তন করা যাতেই পারে কিন্তু তারা ছাড়া গল্পে মশলাই তো থাকবে না।
অভিনেতা অম্বরীশ ভট্টচার্য মতো অনেক অভিনেতারা মতে, “সরকার যখন নির্দেশ জারি করেছেন মেনে নিতে হবেই। মানুষের যদি ভালো দিক দেখেই আনন্দ পান, তাহলে তাই হোক”। নোটিশের ফল কতদূর এগোয় সেই অপেক্ষায় রয়েছে পরিচালক থেকে অভিনেতারা।
সূত্রঃ bengali.news18 . com/news/entertainment/vamp-character-is-going-to-be-off-from-small-screen-pb-684314.html